Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Cyclone 'Dana' to form in Bay of Bengal: Important advice for farmers
Details

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় "ডানা": কৃষকদের জন্য গুরুত্বপূর্ন পরামর্শ


বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় "ডানা" এর প্রভাবে বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের ২৪ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে। সম্ভব্য এই ঘুর্নিঝড়টির কারণে পুরো বাংলাদেশের উপরে ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 


বাংলাদেশের আলু চাষিদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে আগামী ২৪ শে অক্টোবরের পরে জমিতে নতুন করে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। বিশেষ করে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের আলু চাষিদের।   


ঘূর্ণিঝড় "ডানা" যে সময়ে বাংলাদেশে আঘাত করতে যাচ্ছে সেই সময় বাংলাদেশের কৃষকরা আমন ধান কাটা ও মাড়াই এর জন্য অপেক্ষায় রয়েছে। তাই বাংলাদেশের কৃষকদের অনুরোধ করবো জমিতে পাকা ধান থাকলে তা কেটে মড়াই করে গোলায় উঠানোর জন্য ২৪ শে অক্টোবর তারিখের মধ্যে। 


কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে শাক-সবজির জমি থেকে ঘূর্ণিঝড়ের কারণে জামা হওয়া বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্হা করে রাখার জন্য। বিশেষ করে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

Images
Attachments
Publish Date
24/10/2024
Archieve Date
31/10/2024