আগামী ২০-২৩ ডিসেম্বর তারিখ দেশের মধ্য থেকে দক্ষিনাঞ্চলে বৃষ্টিবলয় শীতল চলতে পারে।
ক্রান্তীয় বৃষ্টিবলয়টি ২০ ডিসেম্বর খুলনা বিভাগ হয়ে দেশে প্রবেশ করবে এরপর দেশের বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে সক্রিয়তা প্রদর্শন করতে পারে। এবং ২২ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৩ ডিসেম্বর সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগ হয়ে বৃষ্টিবলয়টি দেশ ত্যাগ করবে।
সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে দেশের খুলনা, বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগে এর পাশাপাশি দেশের রাজশাহী , ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং আকাশ মেঘলা থাকতে পারে। রংপুর বিভাগ প্রভাবমুক্ত থাকবে।
কোন বিভাগে কেমন বৃষ্টির সম্ভাবনা:
খুলনা বিভাগে গড়ে বৃষ্টি হতে পারে ৭৫-৯৫ মি.মি।
বরিশাল বিভাগে ৭০-৮০ মি.মি।
চট্টগ্রাম বিভাগে ৭০-৮০ মি.মি।
ঢাকা বিভাগে ৩০-৪০ মি.মি।
আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে।
রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ৫-১৫ মি.মি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বজ্রপাত এবং তীব্র বাতাসের কোন সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।
কৃষি পরামর্শ: আলু-চাষিদের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা করা যাচ্ছে ভারি বৃষ্টির ফলে জমিতে পানি জমে যাওয়ার কারণে। কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে আজ থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। একই সাথে কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করে রাখার ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখার জন্য।
[আবহাওয়া পরিবর্তনশীল তাই আপডেট পরিবর্তন যোগ্য।]
চিএ: ইউরোপিয়ান মডেল।
#Bangladesh Weather Observation And Forecasting Team
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS