Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Free distribution of 15 Garden tillers to farmers of Austagram upazila, Kishoreganj - Hour Times 24 (Published: 17/10/2024 AD: Thursday)
Details

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে ১৫টি গার্ডেন টিলার বিতরণ 

- হাওর টাইমস ২৪ (প্রকাশকাল: ১৭/১০/২০২৪ খ্রি: বৃহস্পতিবার)


আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণে কৃষকদের মাঝে গার্ডেন টিলার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা. দিলশাদ জাহান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, হাওরাঞ্চলের কৃষি উৎপাদন বাড়াতে চলমান প্রকল্প “ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)” অধীনে সাড়ে চারশত কৃষকের ১৫টি গ্রুপের মধ্যে বিনামূল্যে গার্ডেন টিলার বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতি ৩০জন কৃষকের একটি করে গ্রুপ তৈরি করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের চাষাবাদ উন্নয়নে ফ্রিপ প্রকল্পের মাধ্যমে ১৫ জন গ্রুপ প্রধানের হাতে গার্ডেন টিলার ও চুক্তিপত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা. দিলশাদ জাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব অভিজিৎ সরকার, চিকিৎসক জনাব নাফিস হায়াত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব প্রদীপ চন্দ্র সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব রায়হান কবির, জনাব মো: গোলাম রায়হান (হাদী), জনাব আনিছুর রহমান, মাহফুজুর রহমান প্রমুখ।

Images
Attachments
Publish Date
21/10/2024
Archieve Date
30/11/2024